চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের করিম স্টোরে ‘চুরির চেষ্টাকালে’ শরীফ হোসেন (২৬) নামের এক যুবক কে আটক করেছে স্থানীয়রা।
শনিবার (৩ মে) মধ্যরাতে চাঁদপুর গ্রামস্থ মোঃ করিম হোসেনের দোকানে পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের মৃত বাহার মিয়ার বখাটে পুত্র শরীফ হোসেন ওই দোকানের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করলে দোকান মালিক টের পেয়ে তাকে হাতে নাতে আটক করে বাড়ির সামনে একটি গাছের সাথে শিকলে বেধে রাখে।
তবে অভিযুক্ত যুবক শরীফ হোসেন নিজেকে নির্দোষ দাবি করলেও দোকান মালিক করিম হোসেন জানান, ‘তাকে চুরির চেষ্টার সময় হাতে নাতে আটক করা হয়েছে।’
এ ব্যাপারে ইউপি সদস্য আবুল হাসেম জানান, ‘করিমের দোকানে চুরির চেষ্টাকালে শরীফ নামে একজনকে আটক করার খবর পেয়েছি।’
তার আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে বিষয়টি সমাধান করা হবে।
কচুয়া করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ৪ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur