Home / সারাদেশ / ইফতারের ১১ মিনিট আগে আজান প্রচারের ঘটনায় মামলা
ইফতারের ১১ মিনিট আগে আজান প্রচারের ঘটনায় মামলা

ইফতারের ১১ মিনিট আগে আজান প্রচারের ঘটনায় মামলা

শনিবার (৩ মে) বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আযান প্রচারিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদার মানুষ। অনেকে ইফতার করে ফেলেন।

এ ঘটনায় মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা রোববার (৪ মে) মামলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শনিবার দিবাগত সন্ধ্যায় ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আযান প্রচারিত হয়।

এই ঘটনায় বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে। সরকারি এই টিভি চ্যানেল দেখে যারা ইফতার করেছেন তারা চরম বিক্ষুব্ধ।

এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আযানের সঙ্গে ঢাকার আযানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৪০ এএম, ৪ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply