চাঁদপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস অন্যান্য দেশের মত আমাদের দেশেও এ দিবসটি পালিত হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ বিশ্ব পরিবেশ দিবসে প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপি রাজনৈতিক কর্মোদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে -র্যালি এবং চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ‘ নদী রক্ষা,বন্যপ্রাণী ও পরিবেশ,বায়ু ও শব্দ দূষণ রোধ’ ইত্যাদির ওপর তথ্যচিত্র বা ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শন।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ও বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,জেলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী (দুলাল) ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুদ হোসেন ।
স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ২ : ০০ পিএম, ৩ জুন ২০১৭,শনিবার