বিশ্ব তামাক মুক্ত দিবসে চাঁদপুরে সিভিল সার্জনের আয়োজনে বুধবার (৩১ মে) সকালে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
তিনি বক্তব্যে বলেন, অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে ধুমপান করলে টেনশন মুক্ত হওয়া যায়। মূলত এই কারণেই অনেকে ধূমপান করে থাকেন। এই ধারণা তাদের পরিহার করতে হবে। আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস। শুধুমাত্র ঘরোয়া আলোচনায় এই দিসটির সফলতা আসবে না। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের আরো বেশী সচেতনতা মূলক অনুষ্ঠান করতে হবে। যতবেশি জনসচেতনতা বাড়ানো যাবে ততবেশি সফলতা আসবে।
সিভিল সার্জন ডা. মতিউর রহমানের সভাপতিত্বে এবং সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা. মো. আশ্ররাফ আহম্মেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলিয়াস, আত্ম নিবেদিতা মহিলা সংস্থার উপ-পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, নার্সিং ইন্সটিউটের পরিচালক স্বরসতী অধিকারী, সূর্যের হাসি ক্লিনিক পুরাণবাজার শাখার ম্যানাজার বেবী সাহা প্রমুখ।
আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৪০ পিএম, ৩১ মে ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur