Home / চাঁদপুর / শহীদ জিয়া ছাত্রাবাসে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
শহীদ জিয়া ছাত্রাবাসে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ জিয়া ছাত্রাবাসে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া বুধবার ৩১ মে বাদআছর শহীদ জিয়া ছাত্রবাস জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বারেক ভূইয়ার পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হাসানাত, চাঁদপুর শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ জুয়েল, জেলা ছাত্রদল নেতা সফি উদ্দিন বাবলু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফজলুর রহমান ফজুলু, যুগ্ম- আবদুল হান্নান, চাঁদপুর শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন শুভ, সদস্যসচিব ফজলে রাব্বি প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে সাবেক এ রাষ্ট্রপতি শহীদ হন।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৪০ পিএম, ৩১ মে ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply