যান্ত্রিক ত্রুটিতে চাঁদপুরে ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। কেন্দ্র কর্তৃপক্ষ বুধবার (৩১ মে) এ তথ্য চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কার্তিক চন্দ্র মন্ডল চাঁদপুর টাইমসকে জানান, ‘গত ৩০ মে সকাল থেকে এটি বন্ধ রয়েছে।’
বন্ধ থাকার কারণ সম্পর্কে তিনি জানান, ‘ জাতীয় গ্রীডের সঞ্চালনে ত্রুটি থাকায় কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন করতে না পারায় এর কয়েকটি যন্ত্র বিকল হয়ে যায়। তাই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।’
কবে নাগাদ উৎপাদন চালু হতে পারে এ প্রশ্নে নির্বাহী প্রকৌশলী জানান, ‘মেরামতের চেষ্টা চলছে, সমাধান হয়ে গেলে বিদ্যুৎ যথারীতি উৎপাদন করা সম্ভব হবে।’
এদিকে নির্বাহী প্রকৌশলী গোয়েন্দা বিভাগে দেয়া তথ্যে তারিখে গড়মিল পাওয়া গেছে। তিনি গোয়েন্দা বিভাগকে তথ্য দিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে গত ২৯ মে থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের পাশের এক বাসিন্দা চাঁদপুর টাইমসকে জানান, ‘এর উৎপাদন গত ক’দিন থেকে বন্ধ থাকায় আমরা আওয়াজ পাচ্ছি না। এর বিকট আওয়াজ থেকে অনেকটা স্বস্তিতে আছি।’
সিনিয়র করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৪: ৫০ পিএম, ৩১ মে ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur