চাঁদপুরের শাহরাস্তিতে জনতার সাহায্যে পাচারকারীর কবল থেকে রিপন নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ শিশুকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। শিশুর বক্তব্য অনুযায়ী তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্ধার থানা বলবপুর পান্ডা সরকার বাড়ির জামাল হোসেনের পুত্র রিপন হোসেন।
রিপন জানান, তারা সে লাকসামে তার পরিবারের সাথে বাড়া থাকতো।সে লাকসাম একটি বেকারিতে কাজ করছে। ৩/৪ দিন পূ্র্বে তাকে সিএনজি যোগে তুলে ট্রেনে তুলে নিয়ে আসে।সে আরো জানায় তার সাথে আরো ১৫ জন ছেলে ছিল। তারা দারোয়ানের অঘচরে সবাই পালিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন খন্দকার জানান রোববার সন্ধ্যায় শাহরাস্তি পৌর সভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল পশ্চিম পাড়া রেলগেইট এলাকায় কান্না শব্দ শুনে এগিয়ে গেলে শিশুকে কান্নারত অবস্থা তাকে উদ্ধার করেন।
প্রতিবেদক- মোঃ মাহবুব আলম
১৬ সেপ্টেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur