মতলবের উত্তর দিঘলদী গ্রামে মুখোশধারী দুর্বৃত্তরা মঙ্গলবার (৩০ মে) গভীর রাত পোনে ১ টায় মরহুম আমজাদ হোসেন প্রধানীয়া বাড়িতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সালেহা খাতুন ও তার স্বামী দেলোয়ার হোসেন প্রধান (৬৫)কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে আহত করে।
আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দেলোয়ার হোসেন চাঁদপুরে ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে ও স্ত্রী সালেহা খাতুন মতলব স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসীর অভিযোগ তাদের ২ জনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
আহত সালেহা খাতুন জানান, ‘আমি ও আমার স্বামী তারাবী নামাজ পরে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক ১০ টায় অজ্ঞাত এক ব্যক্তি বাহির থেকে নাম ধরে ডেকে বলেন ঘরে আছেন? তখন আমি জানতে চাইকে আপনি? কোনো জবাব না দেয়ায় আমি বলি সেলিমের বাপ (স্বামী) বাড়িতে নেই। পরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক পোনে ১ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হবো ওই মুহূতে শর্ট প্যান্ট ও গেঞ্জি পড়া মুখুশধারী ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ঘরের ভেতরে ডুকে যায়। আমি ডাকাত বলে চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা আমার মুখ বেধে ফেলে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার ও স্বামীর মাথায়, হাতে, বুকে-পিঠে ও পায়ে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে।’
তাদের কাছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকার বিনিময়ে জীবন ভিক্ষার চাইলে তারা বলে, ‘আমরা স্বর্ণালঙ্কার ও টাকার জন্যে আসিনি। এসেছি তোদেরকে খুন করতে। ‘আমরা ভাড়াটিয়া। এর কিছুক্ষণের মধ্যেই স্বামী-স্ত্রী দ’ুজন মাটিতে লুটিয়ে পড়ি। আমাদের মৃত্যু হয়েছে ভেবে দুর্বৃত্তরা ঘর থেকে বের হয়ে বাড়ির আঙ্গিনার টিউবওয়েলে তারা হাতমুখ ধুয়ে চলে যায়।’
তারা যাওয়ার পর আমরা ডাক চিৎকার দিলে আশ-পাশের লোকজন এসে আমাদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
কি কারণে তাদেরকে হত্যার চেষ্টা করেছে এবং কারা করেছে কাউকেই চিনতে পারেন নি বলেও জানান তিনি।
সংবাদ পেয়ে রাতে মতলব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানুর, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাদেরকে মামরা করার পরামর্শদেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয় নি বলে জানা য়ায় ।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ১৫ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur