chandpur times desk:
ভারতকে টপকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশের স্থান দখল করে নিয়েছে তেল সমৃদ্ধ সৌদি আরব। গত বছর সৌদি আরবের অস্ত্র আমদানি বাবদ ব্যয় এক লাফে ৫৪ শতাংশ বেড়ে সাড়ে ছয়শ’ কোটি ডলার স্পর্শ করেছে। অন্যদিকে একই বছর ভারত আমদানি করেছে ৫৮০ কোটি ডলারের অস্ত্র। বিশ্বের অস্ত্র বাণিজ্য সংক্রান্ত শীর্ষস্থানীয় বিশ্লেষক আইএইচএস ইনকর্পোরেটেড রোববার এ খবর প্রকাশ করেছে।
অস্ত্র সংক্রান্ত এ প্রতিবেদনে বলা হয়েছে, নাটকীয়ভাবে সৌদি আরবের অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আগেকার অস্ত্র আমদানি সংক্রান্ত ক্রয় নির্দেশের ভিত্তিতে বলা যায় দেশটির এ খাতে আমদানি হ্রাস পাবে না।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যব্যাপী রাজনৈতিক সংঘাত বাড়ছে এবং একই সঙ্গে এ অঞ্চলে তেলও রয়েছে। কাজেই এ এলাকার দেশগুলো অস্ত্র আমদানি অব্যাহত রাখবে।
প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, চলতি বছরে সৌদি আরবের অস্ত্র আমদানি ৫২ শতাংশ বেড়ে ৯৮০ কোটি ডলারে পৌঁছাবে। এর অর্থ দাঁড়াবে বিশ্বে অস্ত্র কেনার খাতে প্রতি সাত ডলারের মধ্যে এক ডলার ব্যয় করবে সৌদি আরব। এ ছাড়া, বিশ্বের শীর্ষ স্থানীয় অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে পাঁচটিই মধ্যপ্রাচ্যে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে পূর্বাভাষ দেয়া হয়েছে, আগামী এক দশকে মধ্যপ্রাচ্যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্রের বাজার তৈরি হবে।
মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানির সর্ববৃহৎ সুফল পাচ্ছে আমেরিকা। গত বছর মধ্যপ্রাচ্যে ৮৪০ কোটি ডলারের অস্ত্র রফতানি করেছে ওয়াশিংটন। ২০১৩ সালে এ বিক্রির পরিমাণ ছিল ৬০০ কোটি ডলার।