ঢাকার সাভারে সন্দেহভাজন উগ্রবাদী আস্তানায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার (২৭ মে )সকালে বোমা নিষ্ক্রীয় দল আসার ঘণ্টা খানেক পর দুপুর ১২টার দিকে বিকট এ বিস্ফোরণ ঘটে।
সাভার পৌরসভার গেন্ডা এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পাঁচতলা একটি বাড়ি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তবে ওই বাড়ির সন্দেহভাজন ভাড়াটিয়ারা শুক্রবার সকালেই বাসা ছেড়ে চলে যায় বলে পুলিশ জানিয়েছিল।
রাত সাড়ে ৯টার দিকে অদূরে আরেকটি ছয়তলা বাড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট।
শুক্রবার রাতে ছয়তলা বাড়িটিতে কিছু বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম।
শনিবার (২৭ মে ) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিকারী দল। এরপর ওই বাড়িতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হয়।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৩:৫৫ পিএম,২৭ মে ২০১৭,শনিবার
এজি