আসন্ন রমজান মাসে চাঁদপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ নির্বিঘœ করতে স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। বিশেষ করে রমজানে সেহ্্রী ও ইফতারের সময় যাতে সব গ্রাহক বিদ্যুৎ পায় সে ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্টকের আহ্বান জানিয়েছেন তিনি।
এ জন্য কথা বলতে চাঁদপুরস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আ ফ ম মোস্তাফিজুর রহমানের সাথে তার অফিসে যেয়ে কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে জেলার বিদ্যুৎ পরিস্তিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সাম্প্রতিক লোডশেডিং কমিয়ে আনার ব্যাপারে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা।
পরে মুঠোফোনে চাঁদপুরস্থ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজারের সাথেও কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পরিস্থিতি ও উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত কথা বলেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৪ : ১০ এএম, ২৭ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur