চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার ট্যাঙ্ক পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি গোডাউনসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দোকানগুলো বন্ধ থাকায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, খান বস্ত্র বিতান ও তাদের গোডাউন, আল-আরাফাহ টেইলার্স, আল-ইমরান ষ্টোর, জাহাঙ্গীর ষ্টোর, সূতা ঘর, ইসলামীয়া বস্ত্র বিতান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ খান চাঁদপুর টাইমসকে জানান, ‘প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে গেছে। কিসের থেকে সূত্রপাত হয়েছে বলতে পারছি না। আমাদেরকে আগুনের খবর দেয়া হলে এসে দেখি ৭ টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আমাদের দু’কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার শামীমুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘জাহাঙ্গীর স্টোরের বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। তবে ৭টি নয় আমরা ৪টি দোকানে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে। এতে ৬৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছেঃ। এর মধ্যে সূতাঘরের ৬ লাখ, খান বস্ত্রবিতান ৫০ লাখ, জাহাঙ্গীর স্টোর ৫ লাখ, আল-আরাফাহ টেইলার্স ৩ লাখ টাকা।’
এ কর্মকর্তার দাবি, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলে এ ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, চাঁদপুর মডেল তদন্ত ওসি তদন্ত মহিউদ্দিন মিয়া, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর, চেম্বার অব কমার্সের পরিচালক তমাল ঘোষ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়কসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১ : ০০ এএম, ২৭ মে ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur