প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মার্চ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ পরিদর্শনে যাবেন। এসময় তার মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের
জানান, প্রধানমন্ত্রী তার সফরে ব্গিত ছয় বছরে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করবেন। একই সঙ্গে ভিশন ২০২১ এর কার্যক্রম বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়েকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সার্বিক অবস্থার নিরিখে পরামর্শ দেবেন।