সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার কোথায়ও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।প্রথম রোজার জন্য শুক্রবার রাতে সেহেরি খাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিমরা ।
বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।
এর আগে আলআরাবিয়া গনমাধ্যমে প্রকাশিত জ্যোর্তিবিদ্যার এক গবেষক ড. খালেদ ধারণা করেন, চলতি বছরের রমজান মাস ২৭ মে শনিবার শুরু হয়ে শেষ হবে শনিবার ।
তিনি বলেন, এ বছর রমজানের সংখ্যা ২৯ দিনই হবে এবং ৪ টি জুমআ দিন পড়বে । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেন, এ বছরের রমজান মাস মনি বারে শুরু হয়ে শনিবার শেষ হবে ।
বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান প্রতিবছর রোজা পালন করেন।
সাগর চৌধুরী
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৪ পিএম, ২৫ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ