বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে পাঁচটায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে আগামী নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৬ এএম, ২৫ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur