chandpur Times Desk:
অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। আজ রাত ৮টার দিকে পুলিশ রাজধানীর নয়া পল্টনে তার ব্যক্তিগত চেম্বার থেকে আটক করে তাকে পল্টন থানায় নিয়ে যায়। তার অফিসের স্টাফদেরও এসময় নিয়ে যায় পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও তাজুল ইসলামের পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।
চূড়ান্ত রায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানসহ শীর্ষ জামায়াত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তাজুল ইসলাম ডিফেন্স আইনজীবী।
আজ কামারুজ্জামানের মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করার পর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বক্তব্য দেন তিনি। এছাড়া গত ৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা কারার পর জেল গেটে রিভিউ আবেদনের বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur