রমজান মাসের জন্য ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী ছুটিরদিন ব্যতিত রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রমজানের এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে,বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। রমজান শেষ হওয়ার পর অফিস সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত,,চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে।
এ নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৩৫ পিএম, ১৭ মে ২০১৭, বুধবার
এজি