Chandpur Times Desk:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী উত্ত্যক্ত ও তার ছেলে বন্ধুকে মারধর করার দায়ে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বুধবার সন্ধ্যায় তাদের শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্ত ছাত্রলীগের নেতারা হলেন- ঢাবির এসএম হলের সাংগঠনিক সম্পাদক তাহসান আহমেদ রাসেল এবং মাহবুবুল ইসলাম আপন। এদের মধ্যে রাসেল ফিন্যান্স বিভাগ এবং আপন সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টায় পোলার রোডে মহসীন হলের ছাত্রলীগ নেতা পারভেজ তার মেয়ে বন্ধুর সঙ্গে বসে গল্প করার সময় আপন ও রাসেল কটূক্তি করেন। প্রতিবাদ করলে তারা পারভেজকে মারধর করেন।
পরে পারভেজ প্রক্টরের কাছে তাদের দু’জনের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রক্টর দু’জনকে নিজ কক্ষে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ প্রথমে তাদের শাহবাগ থানায় নিয়ে গেলেও পরে নিরাপত্তার কথা চিন্তা করে রমনা থানায় পাঠিয়ে দেয়।
উল্লেখ্য, আপন ও রাসেলের নামে একাধিক চাঁদাবাজি, ছিনতাই ও ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে প্রক্টর আমজাদ আলীর সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
(সূত্র: বাংলামেইল)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur