কোয়েল মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের মূল ধারার অন্যতম একজন নায়িকা। অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। প্রথম ছবি থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। বহু জনপ্রিয় বাংলা ছবিতে তার অভিনয়ের পারদর্শীতা তাকে ভারত বিখ্যাত করেছেন।
প্রতি রাতেই টালিপাড়ার সুন্দরীদের ‘পোশাক’ খুলতে হয় এমন বিস্ফোরক এই মন্তব্য করে টলিগঞ্জে আলোড়ন ফেলে দিলেন রঞ্জিত-কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক৷সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিস্ফোরণ ঘটনা তিনি। তার এই মন্তব্যের পরেই রীতিমতো হইচই পড়েছে টালি জগতে।
সাংবাদিকরা জানতে চান, টালি অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে তার সম্পর্ক কেমন? এর উত্তর দিতে গিয়ে কোয়েল বলেন, ‘আমার সঙ্গে স্বস্তিকা সম্পর্ক কখনও খারাপ ছিল না। তবে কিছু সমস্যা হয়েছিল৷ সেটা সাময়িক? এখন তা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। তবে স্বস্তিকার সঙ্গে তার কী নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল তা নিয়ে কোনো মন্তব্য করেননি কোয়েল৷
তিনি আবার স্বস্তিকার সঙ্গে অভিনয় করতে চান কি না? জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘ভালো কাজ থাকলে অবশ্যই করব৷ স্বস্তিকা খুবই সাহসী অভিনেত্রী৷ অনেক খোলামেলা৷ অভিনয়েও পারদর্শী৷ তবে, আমি অতটা করে উঠতে পারিনি। নতুন ভালো কিছু অফার পেলে অবশ্যই করব।’
এর পরই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, ‘দেখুন প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয়। এতে লুকোচুরির কিছু নেই৷ তবে, আমাদের তো অভিনয়েই সব। সুতরাং অভিনয়ের জন্য নগ্নতাকে সামনে আনতেও কোনও অসুবিধা নেই৷’
নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত কোয়েল। আবীরের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বহুদিন পর ছবিতে ফিরছে কোয়েল। তার ফ্যানেদের জন্য অবশ্যই দারুন খবর।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur