সরকার ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে। রবিবার (১৪ মে ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে নতুন এ এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন,নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা যোগান দেয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১০ হাজার ৭০০ কোটি টাকা। এর বাইরে বিদেশি উৎস থেকে ৫৭ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য থাকছে।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ১৪ মে ২০১৭, রোববার
এজি