সম্মিলিত জাতীয় জোট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির নাম ঘোষণা করেছেন।
এ জোটের প্রথম সভা ১৫ মে ২০১৭ সকাল ১১ টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জোটের প্রধান মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
লিয়াজোঁ কমিটিতে যারা আছেন তারা হলেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি,আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, এস.এম. ফয়সল চিশতী,তাজুল ইসলাম চৌধুরী এমপি ও মেজর (অব.) খালেদ আখতার।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা এম.এ.মতিন, মাওলানা স.উ.ম. আব্দুস সামাদ,অধ্যাপক এম.এ.মোমেন,জাতীয় ইসলামি মহাজোটের আলহাজ্ব আবু নাছের ওহেদ ফারুক,হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী,বাংলাদেশ জাতীয় জোট এর এ্যাড.মো.জাহাঙ্গীর হোসেন ও শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৩ : ৫০ পিএম, ১৩ মে ২০১৭,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur