Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / উদ্বোধনের অপেক্ষায় মতলব দক্ষিণ ফায়ার স্টেশন ভবন
motlob Fair station
উদ্বোধনের সময় তোলা ফাইল ছবি।

উদ্বোধনের অপেক্ষায় মতলব দক্ষিণ ফায়ার স্টেশন ভবন

মতলব দক্ষিণ উপজেলার ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ ইতিপূর্বে শেষ হয়েছে। ভবনটি হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মতলবগঞ্জ ট্রেডার্স লিমিটেড।

রোববার (৭ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক রতন কুমার নাথ ও উপ বিভাগীয় প্রকৌশলী সুদীপ সরকারসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ মতলব ফায়ার স্টেশন ভবনটি পরিদর্শন করেন।

উপসহকারী পরিচালক জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটি কাজের আদেশ মোতাবেক করেছে কি-না তার সকল তথ্যবলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তবে কাজের মান ভাল হয়েছে বলে তিনি প্রতিনিধিকে জানান।

তিনি আরও জানান, এই স্টেশনটি শীঘ্রই উদ্বোধন করা হবে। মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় সকল মালামাল এসে পৌঁছেছে। এছাড়া এ স্টেশনের জন্য ১১ জন স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তন্মোধ্যে ড্রাইভার ২ জন, ফায়ার ম্যান ৮ জন ও লিডার ১ জন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রালয়ের অধীনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মতলবের ভবনটির নির্মাণ কাজ বিগত ২০১৪ সালে শুরু হয়। তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষাধিক টাকা।

মতলব ফায়ার স্টেশনটি মতলব দক্ষিণ উপজেলা ছাড়াও আশপাশের উপজেলায় মানুষজন সুবিধাভোগ করবে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪৫ এএম, ৮ মে ২০১৭, সোমবার
এইউ

Leave a Reply