অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে উপজেলা পর্যায়ে আরও ১শ ৩টি আয়কর অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার ( ৪ মে )সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মুহিত বলেন, আয়কর অফিস স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ৭টি বিভাগে রাজস্ব সম্ভাবনাময় ৩৭টি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হয়েছে।
‘উপজেলা পর্যায়ে ১০৩টি আয়কর অফিস স্থাপন করা হবে’যা সম্পদের সুষম বণ্টনে মূল্যমান অবদান রাখে। বর্তমানে এ উৎস থেকে রাজস্ব আয়ের পরিমাণ জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্বের ৩৭ শতাংশ।
এ হারকে ২০২০-২০২১ সালে মোট রাজস্বের ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে আয়কর থেকে রাজস্ব আয় বাড়ানোর উদ্দেশ্যে ২০১৯ সালের মধ্যে কর জিডিপি’র অনুপাত ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‘নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩৫ পিএম, ৫ মে ২০১৭, শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur