শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন,`অনেক শিক্ষক সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করেন না বলে অভিযোগ আছে। আর সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন না হলে ফলাফলে প্রভাব পড়ে। এবার যাতে উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয় সেজন্য উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন আনা হয়। এ কারণে সামগ্রিক ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।’
তিনি বলেন,`উত্তরপত্র মূল্যায়নে এবার একটা মান ঠিক করে দেয়া হয়। সে অনুযায়ী শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করেছেন। এ পদ্ধতিতে কাউকে কম-বেশি নম্বর দেয়ার সুযোগ ছিল না।’
নুরুল ইসলাম নাহিদ বলেন,`একই খাতা ফটোকপি করে পরীক্ষকদের। তাদের প্রত্যেকের কাছ থেকে পাওয়া নম্বর গড় করা হয়েছে। এতে দেখা যায়, প্রত্যেকে ভিন্ন ভিন্ন নম্বর দিয়েছেন। আর ভিন্ন নম্বরের কারণে ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।’
নিউজ ডেস্
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ এএম, ৫ মে ২০১৭,শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur