Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে ২ হাজার ৯শ’ পিচ ইয়াবাসহ ৫ নারী-পুরুষ আটক
হাজীগঞ্জে ২ হাজার ৯শ’ পিচ ইয়াবাসহ ৫ নারী-পুরুষ আটক

হাজীগঞ্জে ২ হাজার ৯শ’ পিচ ইয়াবাসহ ৫ নারী-পুরুষ আটক

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বসতবাড়ি থেকে ২ হাজার ৯ শ পিচ ইয়াবাসহ ৫ নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৭ নং টোরাগড় এলাকার মজুমদার বাড়ির শীর্ষ মাদক ব্যবসায়ী কাজল বেগমের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার এলাকার রুজিনা খাতুন (৫০), ফরিদা বেগম (৬০) আবুল কালাম (২৭), চট্রগ্রামের রীনা বেগম (২৫) হাজীগঞ্জের কাজল বেগম (৪০)।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) সাঈদ হোসাইন, জসিম উদ্দিন, জালাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করা হয়। এরা সবাই টেকনাফ থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী কাজল বেগমের বাসায় মাদকগুলো নিয়ে এসেছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘এ চক্রটিকে আমরা দীর্ঘদিন থেকে নজরবন্দি করে রেখেছি। আজকে সফল হয়েছি। উপজেলার সকল মাদক ব্যবসায়ীরা আমদের নজরবন্দিতে আছে, চমক দেখবেন এবং সহসাই আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply