চাঁদপুর সরকারি কলেজ মাঠে সোমবার (১ মে) বিকেলে মরহুম এ কে এম শফিক উল্ল্যাহ সরকার স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন হয়েছে।
নাজির পাড়া ক্রীড়া সংস্থার আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন।
তিনি বলেন, সুস্থ্য জীবন যাপনের জন্য খেলাধুলার বিকল্প নেই। মরহুম শফিক উল্ল্যাহ সরকার ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক। নাজির পাড়া ক্রীড়া চক্র মরহুম সফিক সরকারের নামে লীগের আয়োজন করায় তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
নাজির পাড়া ক্রীড়া সংস্থার সভাপতি ওমর পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, নাজির পাড়া ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. ছফি উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন নাজির পাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরীফ মো. আশরাফুল।
সভা পরিচালনা করেন নাজির পাড়া ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এ কে এম পারভেজ।
চাঁদপুর সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক স্বপন সাহা, নাজির পাড়া ক্রীড়া চক্রের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লীগে নাজির পাড়া রয়েলস, নাজির পাড়া তরুণ বয়েজ, নাজির পাড়া স্টার বয়েজ, নাজির পাড়া টাইগার বয়েজ, নাজির পাড়া বন্ধু মহল, নাজির পাড়া লায়ন্স, নাজির পাড়া তরুণ সংঘ ও নাজির পাড়া একাদশ অংশ গ্রহণ করে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ২: ১০ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ