চাঁদপুর শহরের কুমিল্লা রোড চক্ষু ও ডায়াবেটিক হাসপাতাল এলাকার জিএম টাওয়ার বেলভিউ হসপিটালের ৮ম ও ৯ম তলার ছাদে বুধবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৮ম ও ৯ম তলা সংশ্লিষ্ট বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইনবোর্ডে শর্টসার্কিটের থেকে এ আগুনের সূত্রপাত হয়।
তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮ম তলা বিশিষ্ট বেসরকারি এ হসপিটালের শতাধিক রোগী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রাণে রক্ষা পায়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটির ছাদে আগুনের সূত্রস্থলে গিয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা করেন।
প্রতিষ্ঠানটির ৮ম তলায় পরিচালকদের আবাসিক বাসা, তাদের অনেকেই আত্মরক্ষার্থে বাসা থেকে পরিবার-পরিজন নিয়ে বের হয়ে যান, তৎক্ষনাৎ কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর কর্মকর্তা ফারুক আহমেদ চাঁদপুর টাইমসকে জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটির একটি সাইনবোর্ড পুড়ে যাওয়া ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতি কোন ক্ষতি হয় নাই। বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে হাসপাতালটি রক্ষা পেয়েছে।’
ভিডিও
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩০ পিএম, ২৬ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur