কচুয়ায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ইমান হোসেন ইমন (৩০) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের ডবলমুরি থানার অস্ত্র মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে তাকে রোববার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে সোমবার দুপুরে চাঁদপুরের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইমান হোসেন ইমন কচুয়া উপজেলার নলুয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক, ইয়াবা বিক্রির ব্যাপক অভিযোগ রয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবাল জানান, গ্রেফতারকৃত ইমন চট্টগ্রামের ডবলমুরি থানার অস্ত্র ও পুলিশকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur