দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই আনন্দঘন পরিবেশে শনিবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলা পেনশনদারদের বিশ্রামাগার কক্ষে সম্পন্ন হলো চাঁদপুর জেলা কালেক্টরেট সরকারি কর্মচারি কল্যাণ সমিতির নির্বাচন।
সকাল ১০টা থেকে দুর্যোপূর্ণ আবহাওয়াতেই শুরু হয় ভোট গ্রহণ এবং দুপুর ১টা পর্যন্ত চলে।
২১টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় উক্ত পদগুলোতে নির্বাচন হয় নি। ১০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার ১শ’ জন ভোটারদের মধ্যে ৯৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে।
নির্বাচন পরিচালনা পরিষদের দায়িত্বে রয়েছেন মোস্তাফা মজুমদার,সফি উল্লা পাঠান,মো.আলী আহমেদ সিকদার ,মোছলেহ উদ্দিন মজুমদার ও রশিদা খানম।
সভাপতি পদে মো. নেছার আহমেদ তপাদার মোমবাতি প্রতীকে ৭১ ভোট,সিনিয়র সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান লঞ্চ প্রতীকে ৫২ ভোট ,সহ-সভাপতি পদে আব্দুল বারি হরিণ প্রতীকে ৫২ ভোট ,সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মোবাইল প্রতীকে ৪৯ ভোট, যুগ্ম -সাধারণ সম্পাদক পদে মো. মামুনুর রশিদ গোলাপ ফুল প্রতীকে ৮০ ভোট ,সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তালা প্রতীকে ৪৬ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মো. আলমগীর সরদার বাই সাইকেল প্রতীকে ৫৫ ভোট ,সহ-সাংগঠনিক পদে নুরুল্লা ফয়সাল চশমা প্রতীকে ৮০ ভোট, অর্থ সম্পাদক পদে মো.জসিম উদ্দিন পাটওয়ারী চেয়ার প্রতীকে ৫৩ ভোট ও ক্রীড়া সম্পাদক পদে খাজা আহম্মদ ফুটবল প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
এ ছাড়া অন্যান্য পদগুলোর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় দপ্তর সম্পাদক পদে মো.নাছির উদ্দিন ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে রুবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. মিজানুর রহমান দেওয়ান, নির্বাহী সদস্য পদে মাহবুব হোসেন, মেহবুবা আক্তার মো.জসিম উদ্দীন সরদার, পিন্টু লাল সাহা, মো.মফিজুর রহমান,মো.আবুল কাসেম, মো. মাছুম আলম খান একক প্রার্থী হিসেবে তারা নির্বাচিত হয়েছেন।
প্রতিবেদক: আনোয়ারুল হক ও এমএ শাকুর
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৫০ পিএম, ২২ এপ্রিল ২০১৭,শনিবার
এজি