‘উঠেছে দিগন্ত পাড়ে নতুন সূর্য এক, শেকড়ের টানে প্রানে জেগে উঠুক বাঙ্গালি বিবেক’ এ শ্লোগানে চাঁদপুর শহরের বড় স্টেশন রক্তধারার পূর্ব পাশে শুক্রবার (২১ এপ্রিল) বিকালে বৈশাখী আনন্দ মেলার উদ্বোধন হয়েছে।
চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৫ দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মীনি আখতারী জামান।
উদ্বোধনপূর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খান।
সভা পরিচালনা করেন মেলা উদযাপন পরিষদের সদস্য কে এম মাসুদ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন এর সহধর্মীনি মেহেরুনন্নেছা, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের সহধর্মীণী ইশরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ও সহধর্মীণী আলো চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, নাজনীন সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শীপ্রা দাস, মেলা উদযাপন পরিষদের আহবায়ক ডাক্তার গোলাম হোসেন জুয়েল, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী বেপারী, সদস্য সচিব ইকবাল হোসেন বেপারী, প্রধান সমন্বয়কারী আনোয়ার হাওলাদার প্রমুখ।
মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৬: ৩৩ পিএম, ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur