চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ, সংগীতানুষ্ঠান ও সরকারের সাফল্য ভাবনা বিষয়ক অবহিতকরন সভা বৃহস্পতিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাইনুল ইসলাম টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী দাস তারা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার। মতলব প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রোটা. গোলাম সারওয়ার সেলিম, সদস্য রোটা. মাহফুজ মল্লিক, সাংবাদিকত মোজ্জামেল প্রধান হাসিবসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকাবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
সমাবেশে এর পূর্বে প্রজেক্টরের মাধ্যমে সরকারের উন্নয়ন কমকান্ড প্রদর্শন, সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪১ এএম ২০ এপ্রিল ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur