Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সড়কের ইজিবাইক খাদে : আহত ৫

মতলবে সড়কের ইজিবাইক খাদে : আহত ৫

মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া সড়কের আর্দশ স্কুলের সামনে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ইজিবাইক উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেলে চালকসহ আহত হয়েছেন ৫ জন।

আহতদের মধ্যে দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও আহতদের সূত্রে জানা যায়, নওগাঁ বাজার থেকে ইজিবাইক যোগে চারজন যাত্রী মতলব বাজারে আসছিলো। পথে বোয়ালিয়া সড়কের আর্দশ স্কুলের সামনে আসলে ইজিবাইকের চাকা গর্তে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাইটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ওই ইজিবাইকের যাত্রী নওগাঁ গ্রামের লিমনের স্ত্রী মনোজা (২৪) এর পা ও চালক ইউসুফের হাতের হাড় ভেঙ্গে যায়।

এছাড়া আরো তিন যাত্রী আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
উল্লেখ্য, মতলব পৌরসভার বোয়ালিয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের স্থানে স্থানে বিশাল গর্ত ও পিচ উঠে গিয়ে বের হয়ে রয়েছে ইটের সুড়কি।

প্রতিদিনই ঘটছে কোন কোন দুর্ঘটনা। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগি হলেও মতলব শহরের টিএন্ডটি সড়কটির সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় এই পথে যাত্রী চলাচলের চাপ বেড়েছে।

প্রতিবেদক- পলাশ রায়
আপডেট, বাংলাদেশ সময় ৪: ৫৩ পিএম , ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply