চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চরবড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে প্রতিনিয়ত চলছে মাদকের আসর। ফলে এলাকার উঠতি বয়সের ছেলেরা ঝুঁকে পড়েছে মাদকের প্রতি ।
স্থানীয়দের দাবি এ অবস্থা চলতে ওই এলাকার পরিবেশ অচিরেই চরম পর্যায় পৌঁছে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ জানান, স্থানীয় বিল্লাল হোসেন(৪২) ও জুলফিকার রহমান (৩৮) নামে দু ব্যক্তি এ মাদক ব্যধির নেতৃত্ব দিয়ে আসছে।
থানা সূত্রে জানা যায়, এ দেরকে অতিসম্প্রতি জেলা ডিবি পুলিশ আটক করে জেল হাজতে দিলেও ২/৩ দিন জেলে থাকার পর জামিন পেয়ে যায়।
ফলে মাদক সংশ্লিষ্ট কর্মকান্ড তারা আবার শুরু করে দেয়। এদের বিরুদ্ধে আদালতে আরো মামলা রয়েছে।
এতোকিছুর পরও এদের লাগাম টেনে ধরা মুশকিল হয়ে পড়েছে। এদের শক্তির অন্তরায়ে কে রয়েছে তা’ অনেকেরই জানা থাকলেও ভয়ে কেউ মুখ খুলছে না ।
এলাকাবাসীর দাবি এদেরকে গ্রেফতার করে এলাকার পরিবেশ রক্ষা ও যুবসম্প্রদায়কে মাদকের ছোবল থেকে রক্ষা করা দরকার। নচেৎ ঘাতক ব্যধির ন্যায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।
প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur