চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বিএনপি’র অন্তকলহ প্রকাশ্যে রূপ নিল । বিগত দিনের ক্ষোভ,সংঘর্ষ, অন্তকলহ,অসন্তোষ ক্রমেই চাঁদপুরে বিএনপি’র রাজনীতিতে বেসামাল অবস্থা বিরাজ করছে। তারই বহি:প্রকাশ ঘটেছে লক্ষ্মীপুর ইউনিয়নের যুবদলের পরিচিত সভা হওযার পুর্বে ঘটে যাওয়া ঘটনায় ।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদলের পরিচিত সভা শনিবার (১৫ এপ্রিল) বিকেলে বহরিয়া শ্রীরামপুর এলাকায় অনুষ্ঠিত হয় । ওই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় ,শনিবার ইউনিয়নে যুবদলের পরিচিত সভা চলছিলো। এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন মাঝি উল্লেখিত পরিচিতি সভায় যোগ দিতে আসার পথে বহরিয়া শ্রীরামপুর এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী তাদের ওপর আর্তকিত হামলা চালায়। এ সময় তারা আল-আমিন মাঝিকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। ওই হামলায় ইউয়িন ছাত্রদলের সভাপতি আল-আমিন মাঝিসহ জেলা-শহরের কমপক্ষে আরো ১০জন নেতাকর্মী আহত হয় ।
তবে, জেলা বিএনপির সাথে সদর থানা বিএনপির অন্তকলহ প্রকাশ্যে রূপ নিল বলে একাধিক সূত্রে জানাৎ গেছে । এছাড়াও লক্ষ্মীপুর ইউনিয়নে জেলা থেকে চাপিয়ে দেয়া কমিটি গঠন করার কারনে রয়েছে,বিক্ষিপ্তভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক কমিটি ।
পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন , ‘যারা এ হামলা সাথে জড়িত তারা কখনোই বিএনপির কল্যান চায় না। কারণ বিএনপি সন্ত্রসের দল নয়। বিএনপি একটি সুশৃঙ্খল রাজনীতিক দল।’
ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে হামলার সাথে জড়িতদের নাম দিবেন। আমি তাদের নাম হৃদয়ে লিখে রাখবো। চাঁদপুরে বসে বিএনপি’র কেউ যদি এর সাথে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ’
পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাসুল হক মন্টু, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শহর বিএনপির যুগ্ম- সম্পাদক আ.কাদির বেপারী।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দাদন খান ও সহ-সভাপতি লিটন তপাদারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ভূুঁইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, সদর থানা যুবদলের যুগ্ম -আহ্বায়ক আকতার হোসেন সাগর, সারোয়ার গাজী,কামাল পাটোয়ারী, নজরুল ইসলাম, বরকত উল্লাহ খান, মোশারফ হোসেন খান, মান্নান খান কাজল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল খান, ৩নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার জমাদার, সাধারণ সম্পাদক মমিন গাজী, ৪নং ওয়ার্ডের সভাপতি কাউছার আহমেদ খান, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোখলেছ খান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওচমান গাজী, ৮নং ওয়ার্ডের সভাপতি সুমন খান, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান।
এসময় ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেকদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫০ পিএম, ১৫ এপ্রিল ২০১৭, শনিবার
এইউ