কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলের বাসিন্দারা শহর ছেড়ে চলে যাচ্ছেন।
বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড় কুক স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বে অব প্লেন্টি উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সময় উঁচু ঢেউ, জলোচ্ছ্বাস হতে পারে এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে নিউজিল্যান্ডের অনেক অংশে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা হওয়ার পর এবার দেশটির দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় কুক।
এ পরিস্থিতিতে দেশটির নর্থ আইল্যান্ডের কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্লেন্টি উপসাগর তীরবর্তী করমন্ডল উপদ্বীপের নিচু এলাকাগুলোর বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ওই এলাকায় ইতোমধ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সড়কগুলো বন্ধ হয়ে গেছে।
ঘন্টায় ১৫০ কিলোমিটার বাতাসের শক্তি নিয়ে ঘূর্ণিঝড় কুক উপকূলে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সাউথ আইল্যান্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিনিধি হাইওয়েল গ্রিফিথ জানিয়েছেন, বে অব প্লেন্টিতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, এতে এখানকার কিছু এলাকায় আবারও বন্যা দেখা দিতে পারে। ডেবির প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের পরও এ এলাকাটিতে বন্যা হয়েছিল।
নর্থ আইল্যান্ডের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডের বাসিন্দারা জরুরি জিনিসপত্র কিনে মজুদ শুরু করেছে। ডেবির প্রভাবে বৃষ্টিপাতেও এই শহরটিতে বন্যা দেখা দিয়েছিল।
পরিস্থিতি মোকাবিলায় নিউজিল্যান্ডের সমারিক বাহিনী ও জরুরি বিভাগগুলোকে প্রস্তত রাখা হয়েছে। বিমান চলাচলে বিঘ্ন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৬৮ সালের পর থেকে সেখানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে কুক।(সূত্র-জাগোনিউজ২৪.কম)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়০৩:৫৫ পি.এম, ১৩ এপ্রিল ২০১৭,বৃহস্পতিবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur