স্বামী তার স্ত্রীকে বলেছে আমি তোমাকে ভালোবাসি না। আর তাই তাকে সর্বোচ্চ আদালত জরিমানা করেছে। আর এই ঘটনা ঘটেছে তুরস্কে। স্বামীর এধরনের মন্তব্যকে ‘আবেগ-গত সহিংসতা’ বলে মন্তব্য করেছে আদালত।
এই দম্পতির মধ্যে বিবাহ-বিচ্ছেদ হওয়ার আগে স্বামী স্ত্রী দু’জনেই পরস্পরের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তখন শুনানি শেষে তুরস্কের নিম্নতম আদালত বলেছে যে তারা দু’জনে একই রকমের খারাপ।
কিন্তু পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার আদেশে বলেছে, স্বামী যে তার স্ত্রীকে ‘ভালোবাসেন না’ বলে মন্তব্য করেছেন তাতে তিনি তার স্ত্রীর সাথে আবেগের দিক থেকে সহিংস আচরণ করেছেন। এজন্যে আদালত স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে ওই স্বামীকে আদেশ দিয়েছে।
স্ত্রী বলেছেন, তার স্বামীর এধরনের মন্তব্যের কারণে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। জবাবে স্বামী বলেছেন, স্ত্রী তাকে অত্যন্ত খারাপ ভাষায় গালাগাল করতেন আর সেজন্যেই তিনি এই মন্তব্য করেছিলেন।
নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তুরস্ক সরকার। তবে আবেগের দিক থেকে বা মানসিকভাবে কাউকে নির্যাতন করা হলে কাগজে কলমে সেটা আদালতে প্রমাণ করা খুব কঠিন।
তুরস্কে ২০০৪ সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী, যারা পড়ালেখা শেষ করে ভালো চাকরি করছেন, তাদের উপর পরিচালিত একটি জরিপে দেখা যাচ্ছে যে তাদের অন্তত ৪০ শতাংশ অন্তত একবার হলেও এধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur