চাঁদপুরে জাটকা বহনের দায়ে রোববার (৯ এপ্রিল) সকাল ১১টায় ৪ জনের ১ বছর করে শশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
কারাদন্ড প্রাপ্তরা হলেন- চাঁদপুর পুরাণবাজার উত্তর শ্রীরামদী এলাকার সেলিম বেপারীর ছেলে মো, রোকন বেপারী (২৮), সদর উপজেলার মহমায়া বাজারের করিম পাটওয়ারীর ছেলে দেলোয়ার হোসেন পাটওয়ারী (৪০), ভোলা জেলার জিন্নাহঘর হানারচর পাশা এলাকার আবুল কালামের ছেলে মনির পাটওয়ারী (২৫) ও একই জেলার পলাশপুর কাউনিয়া এলাকার রাজ্জাক ভূঁইয়ার ছেলে পাবেল (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের শপথ চত্ত্বর থেকে রবিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিক্তিতে এস আই (উপ-পরিদর্শক) বাপন চক্রবর্তী ও সংঙ্গীয় সদস্যরা ২টি সিএনজি স্কুটার থেকে ৮ ড্রামে থাকা আনুমানিক ১শ’ ৩৫ কেজি জাটকাসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতে আটককৃতদের হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১ বছর করে শশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত জাটকাগুলো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৩: ২৩ পিএম, ৯ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur