চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন (৫৫) ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
শুক্রবার জুমার নামাজ পড়ে বাসায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তারপরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
২০০৩ সালে ১৬ সেপ্টেম্বর তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শাহরাস্তি উপজেলার সুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার বাদ মাগরিব বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ীতে তারাপাল্লা গ্রামে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেন। বাদ মাগরিব নামাযের পূর্বে স্মৃতিচারণ করেন হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু সাইদ, শিক্ষক সমিতির সভাপতি যথাক্রমে তাফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন, আমিন মেমোরিয়াল সপ্রাবির প্রধান শিক্ষক ছানাউল্লা, আল কাউছার স্কুলের শিক্ষক আবু বকর ছিদ্দিক, সহকারি শিক্ষা অফিসার শাহাদাত, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসেন মিয়া, অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, মোজম্মেল হক কাজল, গাজী অলিউল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পরিচালনা পর্ষদের সভাপতি ফখরুল ইসলাম খোকা, জানাজার নামায পড়ান বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও: এটি হোসাইন তালুকদার।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি,হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাফিউল বাসার রুজমন প্রমুখ।
জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩৩ পিএম, ৭ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur