ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ বুধবার (৫ এপ্রিল) বিকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক নাছির উদ্দিন পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমার রানা, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরনবী নোমান, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান, বিল্লাল হোসেন, মহিউদ্দিন ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ০৯: ০০ পিএম, ৫ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur