Home / চাঁদপুর / বিশ্ব অটিজম সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব অটিজম সচেতনতায় র‌্যালি ও আলোচন সভা অনুষ্ঠিত

বিশ্ব অটিজম সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর সিভিল সার্জেনের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৭ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচন সভা রোববার (২ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জেন কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জেন ডা. মতিউর রহমান।

সদর তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্তের সভাপতিত্বে ও ডা. ফরিদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. অলিউর রহমান, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবি মাছুম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম এমন একটি রোগ যা জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত থাকে। বাংলাদেশে এ রোগের হার শতকরা প্রায় ৪-৫ ভাগ। যা ভবিষ্যতে বাংলাদেশের উপর আগামী মানব সম্পদ তৈরীতে ব্যাপক ক্ষতির কারন হয়ে দাঁড়াবে। এ ধরনের রোগী সবসময় একাকি চলে, তাঁরা কারো সাথে সম্পর্ক রাখতে পারে না। তবে তাদেরকে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মটিভিশন করে তাদের মন-¯্রােতে নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. ফয়সাল, ডা. শাহাদাত মোহাম্মদ সাইম, ডা. সালেহ আহমেদ, ডা. সেলিম তালুকদার, ডা. জিএম ফারুক, ডা. আহসান উল্যাহ রুমি, ডা. নোমান, ডা. ফাতেমা বেগম, ডা. আয়শা আফরোজ।


আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ এএম, ৩ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply