সে হবে বাংলাদেশের স্বপ্নের নায়িকা, আসলে এই সে টা কে? জানুন-
শুধু কি অভিনয় করে করে যাবেন বাংলা সিনেমার জনপ্রিয় প্রতিভা ইমন খান? ইমন এ প্রশ্নের উত্তরেই বিনদেনপ্রেমী ও ভক্তদের জন্য দেন রোমান্টিক উত্তর।
অভিনয়ের পাশাপাশি অন্য ভাবনাও রয়েছে তার। ছবি পরিচালনা করলেও অভিনয় ছাড়বেন না তিনি। সঙ্গত কারণেই তার কাছে জানতে চাওয়া হয় অনেকের সাথেই তো অভিনয় করলেন।
নিজের ছবির জন্য আপনি কেমন নায়িকা চান? এ প্রশ্নের জবাবে ইমন জানালেন, আপাতত অভিনয় করতে চাই। তবে পরিচালনা করলে আমার ছবিতে এমন একটা নায়িকা নিতে চাই, যা আমার একার না, পুরো বাংলাদেশের মানুষের স্বপ্নের নায়িকা হবে।
ইমনের ঘরের মানুষ স্ত্রী আয়শা এবং দুই সন্তান সামিন ও শায়ান কেমন আছে জানতে চাইলে বলেন, কেনো এতদিন কি তাদের কথা জানান নি তিনি।
ইমন বলেন, তাদের বিয়ে হয়েছিল ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নিজের ক্যারিয়ার কথা ভেবেই বাধ্য হয়েছিলাম এ বিষয়টি বলা যায়। কিন্তু এখন আমি মুক্ত।
বিয়ের বিষয়টা নিয়ে দীর্ঘদিন আমি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। মনে হচ্ছে বুকের ওপর থেকে বিশাল একটা পাথর সরে গেল। আমি আমার পরিবারকে অনেক সময় দেই। আর ওকে (স্ত্রী) কখনও দূরে রাখতে চাই না। যেখানে যাব সাথে করেই নিয়ে যাব।
ইমন জানান, আপি পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। পরিবারের জন্যই আমি ইমন হতে পেরেছি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur