চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এর কক্ষে বুধবার (২৯ মার্চ) দুপুরে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে জঙ্গিবিরোধী মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার শামসুন্œাহার।
সভায় পুলিশ সুপার শামসুন্œাহার বলেন, প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদেরকে তার নিজ এলাকার ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তার কারণ হলো দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে তাতে করে দেশের অন্যান্য জেলার মত চাঁদপুরেও জঙ্গিরা তাদের পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়ে তাদের জঙ্গী কর্মকা- চালাতে পারে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, পৌরসভার ইঞ্জিনিয়ার সামছুদ্দোহা, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, হুমায়ুন কবির, কাউন্সিলর মাহমুদুর রহমান দোলন সহ আরো অনেকে। ্এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহনাজ রহমান, মহিলা কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী, শাহনাজ আলমগীর, ফরিদা ইলিয়াছ, আয়েশা রহমান, মোহাম্মদ আলী মাঝি সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪০ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur