চাঁদপুরের কচুয়া উপজেলাধীন আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার (২৯ মার্চ) দোয়া, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আহমদ উল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সুলতানা খানম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা শ্রমিক লীগের সি. সহ-সভাপতি মুক্তার খান, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া, প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।
পরে শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১১:২২ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur