চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের বুধবার (২৯ মার্চ) বিকেল ৩টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সহস্রাধিক অভিভাবকদের মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও জঙ্গিবিরোধী শপথ বাক্য পাঠ করান মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক বিপ্লবী মনিরুজ্জামান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি মুহাম্মদ কুতুব উদ্দিন উপাদী দক্ষিণ ইউনিয়নে মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও জঙ্গীবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওই সকল অপরাধ কর্মকান্ডের সাথে কেউ জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সমাজের সকলকে যে যার অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসলে উপাদী দক্ষিণ ইউনিয়নকে অপরাধমুক্ত ইউনিয়ন ঘোষণা করা সম্ভব হবে। বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে মায়েদের উপস্থিতি প্রমাণ করে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতি অভিভাবকরা আন্তরিক ও দায়িত্বশীল। প্রত্যেক বাবা-মা তার সন্তানদের রীতিমত খোঁজখবর রাখলে কোন ছেলেমেয়ে অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হই এবং প্রতিরোধ গড়ে তুলি।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক সুমন ও বশির উল্লাহের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক তারেকেশ্বর ঢালী, ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম মিন্টু, মোবারক হোসেন প্রধান, আয়েশা বেগম, শাহাজাহান মিজি, তফাজ্জল হোসেন প্রধান।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল মালেক মিজি।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ২৫ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
এইউ