Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘কিন্ডার গার্টেনগুলো না থাকতো এতো শিক্ষার্থীর চাপ সম্ভাব হতো না’
কিন্ডার গার্টেনগুলো না থাকতো এতো শিক্ষার্থীর চাপ সম্ভাব হতো না

‘কিন্ডার গার্টেনগুলো না থাকতো এতো শিক্ষার্থীর চাপ সম্ভাব হতো না’

মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জুলফিকার আলী বলেছেন, বর্তমানে কিন্ডার গার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। সরকারী স্কুলের পাশাপাশী এসব স্কুল মানসম্মত শিক্ষার উন্নয়নে প্রতিযোগিতা করছেন । যদি কিন্ডার গার্টেনগুলো না থাকতো তাহলে আমাদের পক্ষে এতো ছাত্র-ছাত্রীর লেখাপড়ার চাপ কুলিয়ে উঠা সম্ভাব হতো না । আমরা এখন ভাল ফলাফলের দিকে নজর দিবো না। এখন মানসম্মত শিক্ষার দিকে মনোযোগী হবো। এ জন্য শিক্ষক অভিভাবক সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বাদামতলীতে এফএম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথাগুলো বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. বসির উল্যা সরকারে সভাপতিত্বে ও স্কুলের পরিচালক মো. আল-আমিন প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার সেলিম, স্কুলের পরিচালক, মো: আলমগীর সরদার।

এসময় আরো বক্তব্যে রাখেন, রিপোর্টারস ইউনিটির সভাপতি গোলাম হায়দার মোল্লা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন মিয়াজী।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ০৭ : ৫৭ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply