Home / চাঁদপুর / ‘ধর্ম মানুষকে সুনাগরিক হতে শিখায়, জঙ্গিরা মানুষ নয়’
Dipu Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

‘ধর্ম মানুষকে সুনাগরিক হতে শিখায়, জঙ্গিরা মানুষ নয়’

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনি বলেছেন, ‘ধর্ম মানুষকে সুনাগরিক হতে শিখায়। যারা ধর্মের নামে জঙ্গিবাদ করছে তারা ইসলামের শত্রু। তারা কোরআন এবং ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম কখনো বলেনি মানুষ হত্যা করতে কিন্তু তারা ইসলামের নামে আজ মানুষ হত্যা করছে।’

সোমবার (২৭ মার্চ) চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যারা ভুল ব্যাখা দিয়ে জঙ্গিবাদ করছে এটি একটি গুরুতর অপরাধ। পবিত্র কোরআনে ক্ষমার কথা বলা হয়েছে। আর তারা তার বিপরীতে মানুষ হত্যা করছে। তারা আজ সার বিশ্বের কাছে ইসলামকে হেও প্রতিপন্œ করছে। তারা আসলে ইসলামের অনুসারী না। তারা কখনোই ইসলামী নিয়ম কানুন পালন করেনা। তারা মুসলাম সেজে সমাজে অপকর্ম করে। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সকলকে জঙ্গিবাদ দমন করতে কাজ করতে হবে।’

মাদ্রাসা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষ্ণুদী মাদ্রাসায় এসে আমাদের অনেক ভালো লেগেছে। এখানকার পরিবেশ শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে ছাত্র-ছাত্রী সবাই প্রাণের উচ্ছাসে পড়া লেখা করছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু মানুষ তৈরির কারিগর। আর মাদ্রাসা শিক্ষা এখন শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়না এখানে সব ধরনের শিক্ষা দেওয়া হয়। আমার যতটুকু যানা এই মাদ্রাসার পরীক্ষার ফলাফল ভালো। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। যারা এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাই।’

মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হাসেন (এসডু) পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, মুক্তিযুদ্ধা সালাউদ্দিন, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য অধ্যাপক আব্দুল জব্বার মিয়া, আওয়ামী নেতা আব্দুস সামাদ টুনু, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালি উল্ল্যা ওলি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আনোয়ার হোসেন জীবন, ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, রামপুর মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, মাদ্রাসা কমিটির সদস্য গিয়াস উদ্দিন সুলতান ভূঁইয়া ও আবুল হোসেন পাটওয়ারী।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ০৯: ০০ পিএম, ২৭ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply