Home / চাঁদপুর / চাঁদপুরে ম্যানহোলের ঢাকনা ভেঙ্গে ট্রাক খাদে
চাঁদপুরে ম্যানহোলের ঢাকনা ভেঙ্গে ট্রাক খাদে

চাঁদপুরে ম্যানহোলের ঢাকনা ভেঙ্গে ট্রাক খাদে

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ভবনের পাশের মাদ্রাসা রোডের প্রবেশ মুখে থাকা ম্যানহোলের ঢাকনা ভেঙ্গে রোববার (২৬ মার্চ) বিকেলে সিমেন্ট বোঝাই সাধারণ পরিবহণ নামের একটি ট্রাক পড়ে এক পাশে ধেবে যায়।

এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হওয়ায় কারণে দুর্ভোগে পড়তে হয় স্থানীয় এলাকাবাসীর। গাড়ী নং চট্ট মেট্রো-ট ১১-০৪৪৮।

নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন জানায়, কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলোও ট্রাকটি সরানো জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকায় প্রবেশের দু’ মুখের মধ্যে একটি বন্ধ হওয়ায় স্থানীয়দের চলাচলে সমস্যা হচ্ছে বলেও তারা জানায়।
ট্রাক চালক মানিক জানায়, কুমিল্লা থেকে ৩শ’ বস্তা রুবি সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। সিমেন্টগুলো মাদ্রাসা রোডের অজ্ঞাত ব্যক্তির বাড়ির কাজের জন্য নিয়ে আসা হয়। বাড়ির মালিক কে খবর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চাঁদপুর শহরে দিনের বেলা ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশ্যে চলাচল করতে দেখা যায়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১২: ৫৭ এএম, ২৭ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply