চাঁদপুর কচুয়ায় উপজেলা প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১ ঘন্টা বিদ্যুত ব্যবহার বন্ধ রাখার দাবিতে (আর্থ আওয়ার উদযাপন) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের (রোভার স্কাউট) শিক্ষার্থীদের উদ্যোগে ২৫ মার্চ থেকে প্রতিদিন ১ ঘন্টা বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার কার্যকরের দাবিতে ওই কলেজের দক্ষিণ গেইটে প্রায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহাযোগী অধ্যাপক আবুল খায়ের, জসিম উদ্দিন মোল্লা, সেলিম মিয়াজী, নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ ।
একই দিনে ওই কলেজের গণহত্যা দিবস ও ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ০১: ৪৭ এএম, ২৬ মার্চ ২০১৭, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur