দীর্ঘ কয়েক বছর পর ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার(২৪ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সম্মেলনে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো. আজহারুল ইসলাম তৃষান ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী সুজনকে নির্বাচিত করা হয়। আংশিক কমিটির অন্যান সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠণিক সম্পাদক মো. সোহাগ হোসেন।
সাবেক ছাত্রনেতা মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে ও মো. সোহাগ হোসেনের পরিচালনায় ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামন সবুজ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সজিব আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. পাবেল পাটওয়ারী, আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ইউনিয়ন যুবলীগের সভাপতি পুতুল সরকার, পৌর যুবলীগ নেতা ইমাম, নয়ন, এস এম সোহেল রানা, আরিফ পাঠান, পৌর ছাত্রলীগ নেতা শাকিল পাঠান, নাজমুল পাঠান প্রমুখ।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
:আপডেট, বাংলাদেশ সময় ১১: ১৭ পিএম, ২৪ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur