চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মো. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, ‘জঙ্গিবাদ নির্মূলে হক্কানী পীর মাশায়েখগরা প্রকৃত ধর্মীয় শিক্ষা দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্র জঙ্গিবাদীদের মূলোৎপাটনে জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে।
সোমবার (২০ মার্চ) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর দরবার শরীফের পীরের দাওয়াতে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সাজ্জাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক কাইয়ুম গাজী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আলম, সবুজ হোসেন, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তারেক প্রমুখ।
পরে ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে এড. জাহিদুল ইসলাম রোমান এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন ১১ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহপরান ও ছাত্রলীগের সভাপতি নূরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৬: ১৭ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur